Print Radio Tasmania: Radio for the Print Disability
বেতার জগতের আজকের আলোচনায় আজ বেছে নিয়েছি, ১৯৮২ সালের ২৬ জুন, মুদ্রণ প্রতিবন্ধীদের জন্য অস্ট্রেলিয়ার এক ব্যতিক্রমি অভিযানে সম্পৃক্ত বেতার কেন্দ্র Print Radio Tasmania: Radio for the Print Disability কে।

বেতার জগতের আজকের আলোচনায় আজ বেছে নিয়েছি, অস্ট্রেলিয়ার এক ব্যতিক্রমি অভিযানে সম্পৃক্ত বেতার কেন্দ্র Print Radio Tasmania: Radio for the Print Disability কে। ১৯৮২ সালের ২৬ জুন,  মুদ্রণ প্রতিবন্ধীদের জন্য রেডিও – অভিযানের প্রথম অস্ট্রেলিয়ান রেডিও হিসাবে সম্প্রচার শুরু করে। এটি মূলত একটি কমিউনিটি রেডিও যা সম্পূর্ণ ভাবে গত ৪০ বছর যাবত সেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয়ে আসছে।

Print Radio Tasmania

Print Radio Tasmania: Radio for the Print Disability

যতটা সহজে একলাইনে জন্ম ইতিহাস লেখা গেলেও, আসলে এই ইতিহাস এত সহজ ছিলনা। ১৯৭৯ সালের মাঝামাঝিতে The Radio for the Print Handicapped চিন্তাচেতনা থেকে নানাবিধ পরিকল্পনা , পরীক্ষা, পযার্লোচনা, মুদ্রণ প্রতিবন্ধীদের জন্য রেডিও- কন্টেন্ট তৈরী হয় নানাধরণের বাধা পেরিয়ে তবেই জন্মগ্রহণ করে “7RPH: Radio for the Print Disability

১৯৭৮ সালের জুলাই মাসে তৎকালীন যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রি,  টনি স্ট্যালে (Tony Staley), সমগ্র অস্ট্রেলিয়ার বেতার সম্প্রচারের জন্য Reading for the Print Handicapped (RPH) কে লাইসেন্স প্রদান করলে প্রথম মুদ্রণ প্রতিবন্ধীদের জন্য রেডিও হিসাবে অস্ট্রেলিয়ায় যাত্রা শুরু করে প্রিন্ট রেডিও তাসমানিয়া। প্রতিষ্ঠিত হয় Broadcast Services for the Handicapped Incorporated।

7RPH: Radio for the Print Disability

রাজ্য ও ফেডারেল সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতা ও সহায়তায় 7RPH কলসাইন নিয়ে শুরু হয় এই বেতারের পথচলা। হোবার্টে রাজ্য সরকারের দেওয়া ট্রান্সমিটারের সাহায্যে, 73 Montague Street, New Town, Hobart ঠিকানা থেকে শনিবার, ২৬ জুন ১৯৮২ জন্ম নেয় প্রিন্ট রেডিও তাসমানিয়ার। ১৯৯১ সাল পর্যন্ত প্রতিদিন অস্ট্রেলিয়ার ইতিহাসের প্রথম এই রেডিও মিডিয়াম ওয়েভ ১৬২০ কি.হা.-এ শোনা যেত। ১৯৯১ সালে সরকারি নতুন লাইসেন্স পেলে 7RPH রেডিও নতুন ঠিকানা 136 Davey Street, Hobart থেকে নতুন ফ্রিকুয়েন্সি ৮৬৪ কি.হার্জ এ অনুষ্ঠান সম্প্রচার শুরু করে।  

সম্প্রচার এলাকার সম্প্রসারণ ও শ্রোতা পরিধি বাড়াতে পরবর্তীতে স্থাপন করা হয় নতুন ট্রান্সমিটার। ডিসেম্বর ২০০৩ সালে যুক্ত হয় এফএম পরিসেবা, তামার উপত্যকা ও পার্শ্ববতী এলাকার জন্য  চালু হয় 106.90FM সম্প্রচার। ২০০৪ সালের বাৎসরিক সাধারণ সভায় Broadcast Services for the Handicapped Incorporated এর নাম পরিবর্তন করে এটিকে RPH Print Radio Tasmania Incorporated করা হয়।  ডেভনপোর্ট এর জন্য ২০১২ সালে চালু হয় 96.1FM সম্প্রচার।

সর্বশেষ ২০২০ সালের বাৎসরিক সাধারণ সভাতে 7RPH রেডিও এর নাম পরিবর্তন করে করা হয় Print Radio Tasmania (PRT)।

How to listen Print Radio Tasmania?

প্রিন্ট রেডিও তাসমানিয়ার AM ও FM সম্প্রচার শুধু অস্ট্রেলিয়ার জন্য হলেও এটি সম্প্রচার প্রযুক্তির সকল মাধ্যমে উপস্থিত। তাই বিশ্বব্যাপি এর পরিধি। শুধু মুদ্রণ প্রতিবন্ধীই নয়, যে কেউ এই বেতারের অনুষ্ঠান শুনতে পারবেন। রেডিও ফেইসবুক পেইজে যুক্ত থেকে নিজেকে আপ-টু-ডেট রাখতে পারবেন।

ফেইসবুক ঠিকানা:  Print Radio T FB

ওয়েবসাইট ঠিকানা:  Web PRT

ইমেইল: Email PRT  ফোন:  +613 6224 1864

ডাক যোগাযোগ: 136 Davey Street, Hobart Tas 7000, Austarlia

Frequency Guide

Hobart: 864 kHz (MW)

Launceston: 109.6 MHz (FM)

Devonport: 96.1 MHz (FM) 

Quiz Zone 


ABC DX News


Scked for you